Google Pixel 4A Price, Specifications and release date


Google Pixel 4a Price, Specifications and release date
[Source: Google]
  
জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি গুগলের নুতন একটি ফোন Pixel 4A আসতে চলেছে বাজারে। যদিও ফোনটি রিলিজ হওয়ার এনাউন্সমেন্ট ৩-রা আগস্ট  ই করা হয়েছে, তবুও ফোনটি বাজারে লঞ্চ হওয়ার সম্ভ্যাব্য তারিখ হলো ২০ আগস্ট। 
যদিও গুগল Google Pixel 4A, Pixel 4A 5G ও Pixel 5  এই তিনটি ফোনের কথা ঘোষণা করেছে, তবু এই আগস্টে বাজারে আসবে শুধু Pixel 4A.
ফোনটি Android 10 ভার্সনের এবং চিপসেটে ব্যাবহার করা হয়েছে Qualcomm SDM730 Snapdragon 730 (8 nm). 

Google Pixel 4A All Specifications:

Google Pixel 4A Price : 

এই ডিভাইসের একটি মাত্র কনফিগারেশন রয়েছে - 6গিগাবাইট র‍্যাম এবং 128 গিগাবাইট স্টোরেজ সহ জাস্ট ব্ল্যাক - এবং এটির দাম $ 349। আর Pxiel 4A 5G এর দাম রাখা হয়েছে 499$ যা পাওয়া যাবে অক্টোবর মাসের দিকে যদিও এটা ভারতে পাওয়া যাবে না। বিভিন্ন ইউরোপ দেশেই ফোনটি বাজারজাত করা হবে।

Google Pixel 4A Display 

এটাতে Display হিসেবে ব্যাবহার করা হয়েছে 5.81 inches এর 16M Colour যুক্ত OLED Capacitive Touchscreen. এতে Display protection হিসেবে ব্যাবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। এবং এতে রয়েছে Always On Display Feature এবং HDR mode.
এর ডিস্পলের ফ্রন্টটি গ্লাস এবং ব্যাক পার্ট প্লাস্টিক বিল্ড। এতে একটিই সিম কার্ড ব্যাবহার করা যায় এবং তা হচ্ছে ন্যানো সিমকার্ড। 
Google Pixel 4a Price, Specifications and release date
[Source: Google]  

Google Pixel 4A Camera 

আমরা জানি যে, গুগলের ক্যামেরা ঠিক কত্তোটা দারুন। তো এবারেও তারা তাদের ক্যামেরায় কোনো কমতি রাখে নি। ফোনটির সামনে ও পিছনে রয়েছে মোট দুটি ক্যামেরা মানে সামনে এবং পিছনে একটি একটি ই ক্যামেরা।
এর সামনের ক্যামেরাটি 12.2 MP যার aperture f/1.7 (যা দেখেই বোঝা যায় যে এটা low light এ খুব ভালো ছবি তুলতে পাড়বে)। সাথে থাকছে একটা LED Flash এবং ক্যামেরায় Auto HDR এবং Panorama mode তো থাকছেই।
এটা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে 30fps এ এবং 1080p ভিডিও রেকর্ড করা যাবে 30/60/120fps এ। এবং সাথে থাকছে gyro-EIS এর সুবিধা।
এবার আসা যাক এর ফ্রন্ট ক্যামেরায়। এতে থাকছে 8MP এর f/2.0 aperture যুক্ত ফ্রন্ট ক্যামেরা যা 24mm (wide). আর এর এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p ভিডিও রেকর্ড করা যাবে 30fps এ।

Google Pixel 4a Hardware 

Android 10 ভার্সন যুক্ত ফোনটিতে চিপসেট হিসেবে ব্যাবহার করা হয়েছে Qualcomm SDM730 Snapdragon 730 যা 8nm প্রসেসর। CPU হিসেবে ব্যাবহার করা হয়েছে Octa-core (2x2.2 GHz Kryo 470 Gold & 6x1.8 GHz Kryo 470 Silver) এবং GPU হিসেবে ব্যাবহার করা হয়েছে Adreno 618.
তাছাড়া ফোনটি হচ্ছে 4G কানেক্টিভিটির ফোন, আরো থাকছে 2G,3G। অর্থাৎ  ফোনটিতে থাকছে না 5G কানেক্টিভিটি। তবে Pixel 4A October এর দিকে যেটা লঞ্চ হবে সেটায় 5G কানেক্টিভিটি পাওয়া যাবে যা এর দাম 100$ বারিয়ে দেয়।

Google Pixel 4A Battery

এতে ব্যাবহার করা হয়েছে 3140mAh এর নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি। যা মোটামুটি ৫-৬ঘন্টা বেকাপ দিতে সক্ষম। এবং সাথে থাকছে 18w fast charging 

তাছাড়া ফোনটিতে আছে USB type-C port, WIFI, BLUETOOTH, GPS.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads