বর্তমান সময়ে গুগল এসিস্ট্যান্ট গুগলের সবথেকে জনপ্রিয় সার্ভিসের মধ্যে একটি। আজকাল মানুষ প্রায় সব কাজেই গুগল এসিস্ট্যান্ট ব্যাবহার করে থাকে। বিশেষ করে যাদের ফোনে শত-শত সফটওয়্যার থাকে তাদের প্রয়োজনের সময় সঠিক সফটওয়্যারটি খুজে পেতে ভীষণ সমস্যা হয়। তো সেই সময় কাজে আসে গুগল এসিস্ট্যান্ট, যাকে আপনি যেকোনো সফটওয়্যার ওপেন করার কমান্ড দিলেই সেই সফটওয়্যারটি ওপেন করে দেয়। কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় অন্য যে কেউ কোনো কমান্ড দিলেই গুগল এসিস্ট্যান্ট সেটা শুনে সেই কমান্ড অনুযায়ী কাজ করে যা আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করে।
তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে, আপনার ফোনের গুগল এসিস্ট্যান্ট যাতে শুধুমাত্র আপনার ভয়েসেই কাজ করে। অন্যকারো ভয়েসে কাজ না করে।
তো চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার গুগল এসিস্ট্যান্ট শুধুমাত্র আপনার ভয়সেই সারা দেয়?!
2. এবার services থেকে 'Account Services' বাটনে ক্লিক করুন।
3. এখন service list থেকে "Search, Assistant and Voice" এ ক্লিক করুন।
4. তারপর Google Assistant সিলেক্ট করুন।
5. গুগল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওপেন হলে অ্যাসিস্ট্যান্ট ট্যাবে গিয়ে পেজের একেবারে নিচের দিকে স্ক্রল করে Assistant Device থেকে 'Phone' সিলেক্ট করুন। এতে ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংস ম্যানেজার ওপেন হবে।
6. এবার Voice Match থেকে Voice Model select করুন।
7. যদি আপনার Default Voice Model আগে থেকে না থাকে তাহলে “New Voice Model” অপশন পাবেন সেটার উপর ক্লিক করুন। আর যদি Default Voice Model থাকে তাহলে “Retrain Voice Model” অপশন পাবেন সেটার উপর ক্লিক করুন।
8. এবার গুগল এসিস্ট্যান্ট আপনার ভয়েস চাইবে। ভয়েস সঠিক ভাবে দেয়া হয়ে গেলে "Next" button আসবে। সেটাতে ক্লিক করুন।
9. তারপর যে নতুন ইন্টারফেস আসবে তাতে "Finish" button থাকবে। সেটাতে ক্লিক করলেই সব কাজ শেষ।
ব্যাস! এইটুকুই। এখন থেকে আপনি যে ভয়েসে কমান্ড দিয়ে সেটিংস করেছিলেন শুধুমাত্র সেই ভয়েসে কমান্ড দিলেই গুগল এসিস্ট্যান্ট সারা দিবে।
বিঃদ্রঃ যদি উপকার হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো সমস্যা থাকলেও অবশ্যই জানাবেন। আমি পোষ্ট বা কমেন্টের মাধ্যমে তার সমাধান দেয়ার চেষ্টা করবো।
তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে, আপনার ফোনের গুগল এসিস্ট্যান্ট যাতে শুধুমাত্র আপনার ভয়েসেই কাজ করে। অন্যকারো ভয়েসে কাজ না করে।
তো চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার গুগল এসিস্ট্যান্ট শুধুমাত্র আপনার ভয়সেই সারা দেয়?!
How do I get Google Assistant to respond to only my voice?
1. প্রথমেই আপনার ফোনের settings এ যান এবং "Google" এ tap করুন।
2. এবার services থেকে 'Account Services' বাটনে ক্লিক করুন।
3. এখন service list থেকে "Search, Assistant and Voice" এ ক্লিক করুন।
4. তারপর Google Assistant সিলেক্ট করুন।
5. গুগল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওপেন হলে অ্যাসিস্ট্যান্ট ট্যাবে গিয়ে পেজের একেবারে নিচের দিকে স্ক্রল করে Assistant Device থেকে 'Phone' সিলেক্ট করুন। এতে ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংস ম্যানেজার ওপেন হবে।
6. এবার Voice Match থেকে Voice Model select করুন।
7. যদি আপনার Default Voice Model আগে থেকে না থাকে তাহলে “New Voice Model” অপশন পাবেন সেটার উপর ক্লিক করুন। আর যদি Default Voice Model থাকে তাহলে “Retrain Voice Model” অপশন পাবেন সেটার উপর ক্লিক করুন।
8. এবার গুগল এসিস্ট্যান্ট আপনার ভয়েস চাইবে। ভয়েস সঠিক ভাবে দেয়া হয়ে গেলে "Next" button আসবে। সেটাতে ক্লিক করুন।
9. তারপর যে নতুন ইন্টারফেস আসবে তাতে "Finish" button থাকবে। সেটাতে ক্লিক করলেই সব কাজ শেষ।
ব্যাস! এইটুকুই। এখন থেকে আপনি যে ভয়েসে কমান্ড দিয়ে সেটিংস করেছিলেন শুধুমাত্র সেই ভয়েসে কমান্ড দিলেই গুগল এসিস্ট্যান্ট সারা দিবে।
বিঃদ্রঃ যদি উপকার হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো সমস্যা থাকলেও অবশ্যই জানাবেন। আমি পোষ্ট বা কমেন্টের মাধ্যমে তার সমাধান দেয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ।
Post a Comment