TOP 5 Best Gaming Smartphones Under BDT 13,000 | 4GB RAM | 64GB ROM | FHD Display | 5000 mAh Battery ⚡

 

আপনি যদি কোনও গেমিং স্মার্টফোন খুঁজছেন, যেখানে আপনি PUBG, CALL OF DUTY, FREE FIRE-এর মতো গেম খেলতে পারবেন এবং আপনার বাজেট ১০,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে তাহলে আর্টিকেলটি আপনার জন্য কারণ আজ আমি  নিয়ে এসেছি শীর্ষ ৫ অনন্য সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি যা আপনি অনলাইন থেকে ১০,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন। এখানে আমরা কেবল ফোনের পারফরমেন্সগুলি নিয়ে আলোচনা করব।

Number-5

Motorola One Macro

এই ফোনে আপনি 6.2 ইঞ্চি এইচডি + ডিসপ্লে দেখতে পাবেন যা আপনি একটি ডেডিকেটেড এসডি কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজটি 512 গিগাবাইট পর্যন্ত প্রসারিত করতে । এই ফোনটিতে আপনি Mali G72 GPU সহ একটি Mediatek Helio P70 Octacore Processor পাবেন।

এই ফোনে আপনি খুব ভাল পারফরম্যান্স পাবেন এবং PUBG খেলার সময় তেমন কোনো ল্যাগ ইস্যু পাবেন না। আপনি এই ফোনে PUBG MOBILE গেম HIGH এমনকি HD Graphics সেটিংসে খেলতে পারবেন  30FPS এ।  আপনি এই মোবাইলটিতে একটি শক্তিশালী 4000 mah ব্যাটারি পাবেন যা গেমিং স্মার্টফোনের জন্য যথেষ্ট। পিছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া আছে। এটা আপনি Flipcart থেকে নিতে পারবেন যার দাম ৯,৯৯৯ রুপি।


Number-4

Lenovo K10 Note

 আজকের বাজারে এটি কিছুটা পুরাতন হয়ে যায় তবে  এখনও এর দাম হিসাবে প্রতিযোগিতামূলক এই ফোনে আপনি একটি 6.3 inch FHD+ Viewdrop ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেখানে এই দামে HD Display পাওয়াই অনেক বড় ব্যাপার।


 এতে থাকছে 4 গিগাবাইট র‍্যাম 64 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, যা আপনি ডেডিকেটেড এসডি কার্ড এর মাধ্যমে 256 গিগাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। এতে থাকছে একটি 4050 mah পাওয়ারফুল ব্যাটারি যা গেমিং ফোনের জন্য যথেষ্ট। এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 710 Octacore processor এবং Adreno 616 GPU। যা এই দামের মধ্যে আশাই করা অযৌক্তিক। এই প্রসেসর আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে চরম যায়গায় নিয়ে যাবে। 

শক্তিশালী প্রসেসর থাকায় আপনি একদম ল্যাগ ছাড়াই PUBG Mobile  HD Graphics এ খেলতে পারবেন 60FPS এ। এটির এন্ড্রয়েড ভার্সন পাই(9)।  এতে  Dolby DTS  প্রযুক্তি থাকায় আপনি খুব ভালো Audio Experience পাবেন।

 তাছাড়া এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর  ও রয়েছে। এই ফোনটি বর্তমানে Flipkart.com এ 9,999 রুপি তে পাওয়া যাবে। 


Number-3

Realmi C3

এই ফোনে আপনি একটি পাওয়ারফুল 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। 5000 mah ব্যাটারি এবং Reverse Charge সাপোর্টেড। যার অর্থ, আপনি এই ফোনটিকে পাওয়ার ব্যাংক এর মতো ব্যাবহার করতে পারবেন।  এই ফোনে থাকছে Mediatek Helio G70 processor with Mali G52 GPU । এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে এই প্রসেসর ব্যবহৃত হয়েছে। এই প্রসেসরটি গেমিংয়ের জন্য উপযুক্ত, আপনি একটি ল্যাগ ফ্রি গেমিংয়ের অভিজ্ঞতা পাবেন। এতে খুব সহজেই আপনি Pubg Mobile এ HD Graphics এ Extreme FPS খেলতে পারবেন। তাছাড়া ২/১টা ম্যাচ খেলার পর ও মোটেও ল্যাগ অনুভব করবেন না।


  4 জিবি র‌্যাম এবং 64 জিবি ইনবিল্ট স্টোরেজ এবং  ডেডিকেটেড এসডি কার্ড এর মাধ্যমে 256 গিগাবাইট পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ আপগ্রেড করতে পারবেন।  এই ফোনে আপনি একটি 6.52 ইঞ্চি এইচডি + ডিসপ্লে পাবেন।  ফোনটির ভার্সন অ্যান্ড্রয়েড  10। 

এটির বর্তমান দেশীয় বাজারমূল্য ১১,০০০টাকা। 

আমার মতে আপনার এই বাজেটের মধ্যে এই ফোনটির স্বাদ নিয়ে দেখাই উচিৎ। 


Number-2

Redmi Note 7s

 এই ফোনে আপনি 6.3 inch FHD+ Water-Drop Notch  ডিসপ্লে পাচ্ছেন।  এর র‍্যাম ৩জিবি এবং রম ৩২ জিবি যা আপনি 265 জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

 এই ফোনে আপনি  Snapdragon 660 AIE Octacore processor with Adreno 512 GPU পাচ্ছেন যা গেমিং এর জন্য যথেষ্ট, আপনি pubg, COD এর মতো গেম খেলতে পারবেন HIGH, HD Graphics এ।  অবশ্যই আপনি এই ফোনে কিছুটা হিটিং ইস্যু অনুভব করবেন। টাইপ-সি চার্জিং পোর্ট এবং কুইক চার্জ v4 সাপোর্ট সহ 4000 mAh শক্তিশালী ব্যাটারি থাকছে ফোনটিতে। এছাড়াও এতে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যার বর্তমান দেশীয় বাজারমূল্য ১৩,০০০ টাকা।


Number-1

Realmi 5i

 সাম্প্রতিক এই ফোনটি রিয়েলমি থেকে চালু করা হয়েছে। এই ফোনটিতে রয়েছে একটি শক্তিশালী 5000 mAh ব্যাটারি যা গেমিং করার জন্য একেবারে পারফেক্ট। আরো থাকছে Reverse Charging  system যার অর্থ, আপনি এই স্মার্টফোনটিকে পাওয়ার-ব্যাঙ্কের মতো ব্যবহার করতে পারেন। এটিতে রয়েছে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি ইনবিল্ট অভ্যন্তরীণ স্টোরেজ যা  256 গিগাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

 এতে থাকছে Snapdragon 665 AIE octa core processor with Adreno 610 GPU.  এই ফোনে 6.52 ইঞ্চি ডট নচ এইচডি + ডিসপ্লে রয়েছে যা গেমিংয়ে একটি দুর্দান্ত এক্সপিরিয়েন্স দিবে। সাথে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এই ডিভাইস দিয়ে আপনু মোটামুটি ভালোভাবেই হ্যাভি গেমিং করতে পারবেন। মাঝে মধ্যে ফ্রেম ড্রপ লক্ষ করবেন। তবে সামলে নিতে অয়ারে। Pubg HD Graphics এ 60FPS এ খুব ভালোভাবে খেলতে পারবেন। EXTREME FPS এ ও খেলতে পারবেন তবে তাতে মাঝে মধ্যে frame drop লক্ষ করবেন আরকি।


সবগুলো ফোন দিয়েই মোটামুটি ভালো গেমিং করতে পারবেন  তহে আমার মতে আপনি Realmi C3 আর Realmi 5i নিতে পারেন। অন্যগুলোর থেকে ভালো গেমিং করতে পারবেন এই দুই ফোনে।


বিঃদ্রঃ আপনি কোন ফোনটি নেবেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যেকোনো সমস্যার কথা ও জানাতে ভুলবেন না। আমি কমেন্টে বা কোন পোষ্টের মাধ্যমে তার সমাধান দেয়ার চেষ্টা করবো। আর সাইটটি অবশ্যই আপনার ইমেইল দিয়ে subscribe করে রাখবেন, এতে আমি পরবর্তীতে যেকোনো পোষ্ট করলেই তার নোটিফিকেশন আপনি ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন।

ধন্যবাদ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads