How To Get All Udemy Course for FREE|| কিভাবে Udemy এর সব কোর্স ফ্রিতে পাবেন?!

All Udemy Course for FREE

২০২০ সালে এসে Udemy সম্বন্ধে জানে না এমন মানুষ পাওয়া বিরল। যাই হোক, Udemy হলোএকটি অনলাইন লার্নিং এবং টিচিং মার্কেটপ্লেস যেখানে 150000 কোর্স এবং 24 মিলিয়ন শিক্ষার্থী রয়েছে।  প্রোগ্রামিং, বিপণন, ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফ্টওয়ার ডেভেলপমেন্ট সহ বিভিন্ন কোর্স পাওয়া যায় এই Udemy সাইটে।
উল্লেখ্য যে, তাদের নিজস্ব এপ্লিকেশন ও রয়েছে যা আপনি প্লে স্টরে পেয়ে যাবেন। এ বিষয়ে গুগলে আরো বিস্তারিত পেয়ে যাবে।

Does Udemy provide free course?! 

না। Udemy এর সাধারণ একটা কোর্স ও ফ্রি তে পাবেন না। তা আপনাকে ডলার দিয়ে কিনে নিতে হয়। ধরুন কোনোটা ১৫ ডলার, কোনোটা আবার ১০০+ ডলার।
তবে, আমার কাছে ২টি ট্রিক আছে। যার মাধ্যমে আপনি Udemy এর যেকোনো কোর্স ফ্রিতে নিতে পারবেন

How can I get all Udemy course for free?! 

প্রথমেই বলেছি যে, Udemy কোনো কোর্সই ফ্রি তে প্রভাইড করে না। তা অবশ্যই কিনে নিতে হত। তবে দুটি সাইট আছে, যা Udemy এর কোর্স গুলো ফ্রিতে প্রোভাইড করে থাকে। আপনি ওই সাইট থেকে টোকেন নিয়ে Udemy তে গিয়ে কোর্সগুলো ফ্রিতেই কিনে নিতে পারবেন। প্রমাণ চাই?!
এই দেখুন ১১৪$ এর কোর্স  পুরো ফ্রিতে নিলাম
How To Get All Udemy Course for FREE


চলুন দেখা যাক কিভাবে Udemy কোর্স ফ্রি তে নিবেন।
১. প্রথমে আপনাকে https://www.udemy.com এই সাইট থেকে Udemy তে একাউন্ট করতে হবে যা আপনি গুগল বা যেকোনো সোশ্যাল মিডিয়া দিয়ে করতে পারেন।
এবার আপনি যেকোনো কোর্স সিলেক্ট করুন। কি দেখলেন?!
কোর্সটা কি ফ্রি?! হাহা। কখনই না। তো চলুন ফ্রি তে নিয়ে নেই।

২. আমি যে দুটি সাইটের কথা বলেছিলাম নিচে সেগুলোর লিংক দিয়ে দিলাম
https://udemyfreecourses.org/
https://www.real.discount/

এই দুটি সাইট ই ফ্রিতে Udemy এর কোর্স নেয়ার কুপন দিয়ে থাকে। তো আপনি যেকোনো একটি সাইটে চলে যান।

তারপর আপনার ইচ্ছা মতো যে কোর্সটি আপনি করতে চান সেটিটি ক্লিক করুন।
How To Get All Udemy Course for FREE

যেমন এখানে আনি HTML and CSS এর কোর্স সিলেক্ট করেছি।
কোর্সে ক্লিক করলেই তা আপনাকে Udemy এর অফিসিয়াল সাইটে ঠিক সেই কোর্সে নিয়ে যাবে। এবার নিচে দেখুন লেখা আছে,
FREE|| ENROLL NOW.
 তো Enroll now এ ক্লিক করলেই আপনার একাউন্টে এই কোর্সটি এড হয়ে যাবে। এবং আপনি যেকোনো সময় কোর্সটি কম্পলিট করতে পারেন।

How To Get All Udemy Course for FREE
How To Get All Udemy Course for FREE
How To Get All Udemy Course for FREE


দ্বিতীয় সাইটটির ক্ষেত্রেও বিষয় টা এমনি। কোর্স খুজুন। সেটাতে ক্লিক করুন। Umedy এর সাইটে নিয়ে আসবে। কোর্সটি Enroll করুন। শেষ।

তো যদি পোষ্টটি থেকে আপনাদের উপকার হয়, অবশ্যই কমেন্টে জানাবেন এবংং সাইট টি আপনার ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যেকোনো পোষ্ট করলে তার নোটিফিকেশন আপনি ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ।     

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads