How To Record Internal Audio || No Root || Any Smartphone

How To Record Internal Audio || No Root || Any Smartphone    

How To Record Internal Audio

যারা গেমার তাদের মাথায় শুধুই ঘুরপাক খায় সারাদিনের বেস্ট গেইমপ্লে গুলো রেকর্ড করা। তো অনেকেই শুধু Internal Audio রেকর্ড করতে না পাড়ায়, পারিপার্শ্বিকের অনেক ধরণের শব্দ তার স্ক্রিন রেকর্ডে চলে আসে যা মোটেই আপলোড করার উপযুক্ত হয় না।
যাদে Huawei, Samsung,  Iphone আছে। তাদের তো ফোনের screen recorder এই সিস্টেম টা দেয়া থাকে। কিন্তু বাকিদের জন্য বেপার টা খুবি কষ্টের।

তবে আর নয়, এবার সবাই নিজের যেকোনো ফোনেই only Internal Audio Record করতে পাড়বেন।

internal record এর সুবিধা-

১. পারিপার্শ্বিকের কোনো অনাকাঙ্ক্ষিত শব্দ ভিডিও রেকর্ডে আসে না।
২. একদম পারফেক্ট সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়।
৩.রেকর্ড করা ভিডিওতে সাউন্ড কম মনে হয় না।

How To Record Internal Audio -


 প্রথম আপনাকে Google play store থেকে AZ screen recorder এপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে
তারপর সব ধরনের permission grant করে এপ্লিকেশনটি সেট আপ শেষ করুন।
এবার Recording Audio অপশনটি অন করে দিন।
এবং নিচের দিকে দেখতে পাবেন "Audio Source "।
এখান থেকে "internal audio" অপশনটি সিলেক্ট করুন।
কাজ শেষ। এখন আপনি যেকোনো কিছুর ভিডিও রেকর্ড করুন। বাইরের কোনো সাউন্ড পাবেন না। শুধু ফোনের মধ্যে যে সাউন্ড চলবে তাই শুনা যাবে।
How To Record Internal Audio

Note : music চালিয়ে টেস্ট করবেন না। music a এক্টা কাজ করবে না। তব্বে বাকি সব ধরনের এপ্লিকেশন যেমন : pubg, free fire, real drum, youtube and many more apps...
মোটকথা,  ফোনের music ছাড়া সবকিছুতে কাজ করবে।
ধন্যবাদ।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post

ads